মানবজমিন ডেস্ক
(৫৭ মিনিট আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৭:৫১ পূর্বাহ্ন
ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী পাল্টা আঘাত হেনেছে। তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান তাদের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপে বেশি অর্জন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার জন্য অত্যন্ত দৃঢ় ও সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্রও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। এর কিছুক্ষণ পরই পাকিস্তানের পাল্টা হামলা শুরু হয়। সূত্র মতে, বারনালা সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় ড্রোনও ভূপাতিত করেছে। জিও নিউজকে দেওয়া তথ্যে বলা হয়, ভারতের হামলায় কেবল নিরস্ত্র বেসামরিক নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে, এবং তাদের রক্তের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, সব পাকিস্তানি যুদ্ধবিমান আকাশে রয়েছে। ভারতের এই কাপুরুষোচিত হামলা তাদের নিজস্ব আকাশসীমা থেকে চালানো হয়েছে। তারা কখনোই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই উসকানিমূলক হামলার উপযুক্ত জবাব পাকিস্তান দেবে- সময় ও স্থান আমাদের পছন্দ অনুযায়ী তা হবে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এবং বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে। রয়টার্সের বরাতে জানা যায়, মুজাফফরাবাদ ও তার আশেপাশের পাহাড়ি অঞ্চলে বিস্ফোরণের পর পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্ধকারে ডুবে যায় শহরটি।