ভারতীয় ঋণ বাতিল, নিজস্ব অর্থে হবে হাসপাতাল

কক্সবাজার, যশোর, নোয়াখালী ও পাবনা মেডিকেল কলেজের জন্য ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণে ঋণ দেওয়ার কথা ছিল ভারতের। প্রকল্পের মেয়াদ শেষ হলেও গত চার বছরে এখনো শুরু হয়নি নির্মাণকাজ, নেই কোনো অগ্রগতি। ফলে সরকারি অর্থায়নে এখন করতে হবে নির্মাণকাজ, তাতে বাড়ছে প্রকল্পের সময় ও ব্যয়।

bangladesh india flag 1বাংলাদেশ ও ভারতের পতাকা

জানা গেছে, পাবনা, যশোর, কক্সবাজার ও নোয়াখালীতে ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হাসপাতাল ও এনসিলারি ভবন’ নির্মাণ প্রকল্প নেওয়া হয় ২০১৮ সালে। ওই বছরের মে মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় অনুমোদিত হয়। ২ হাজার ১০৩ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থ ৬৬৩ কোটি ৩২ লাখ, আর ভারতীয় ঋণ ১ হাজার ৪৪০ কোটি টাকা।

planning commission 1পরিকল্পনা কমিশন, ফাইল ছবি

বিষয়টি স্বীকার করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপ-প্রধান ড. মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি বলেন, যে শর্তে ভারতের ঋণ দেওয়ার কথা, তা পূরণ হয়নি। দেশটি ঋণ বাতিল করায় প্রকল্পটি দেশীয় অর্থায়নে করতে হবে। স্বাস্থ্যসেবার প্রস্তাবনা নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটি, পিইসি সভায় আলোচনা করা হবে।