ছবি: টুইটার
এশিয়া কাপের অনূর্ধ্ব-১৯ আসরে ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া রান তাড়া করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তুলে নিয়েছে ৮ উইকেটের বড় জয়। সেঞ্চুরি করেছেন তরুণ পাকিস্তান ক্রিকেটার আজান আওয়াইস।
রোববার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে প্রথমে ব্যাট করতে নামে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বোলার মোহাম্মদ জিশানের তোপে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে ভারত।
দলটির হয়ে ওপেনার আদর্শ সিং ৮১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। চারে নামা অধিনায়ক উদয় শর্মা খেলেন ৯৮ বলে পাঁচ চারে ৬০ রানের ইনিংস। ১৩৯ রানে ৩ উইকেট হারানো দলটি ১৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে শচীন দাস ৪২ বলে ৫০ রান করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।
তবে শিশিরের প্রভাব থাকা দুবাইতে লড়াই করতে পারেনি ভারত। প্রথমে শ্যামল হোসাইনকে তুলে নেয় ভারত। তবে অন্য ওপেনার শাহজাদ খান ও তিনে নামা আজান ১১০ রানের জুটি গড়ে ম্যাচ ভারতের নাগালের বাইরে নিয়ে যান। শাহজাদ ফিরে যান ৬৩ রান করে। পরে আজানের সঙ্গে চারে নামা অধিনায়ক সাদ বেগ ৫১ বলে আটটি চার ও এক ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে দলকে তিন ওভার থাকতে জিতিয়ে ফেরেন।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আমির হাসান ১০ ওভারে ৫৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। অন্য ওপেনার ওবায়েদ শাহ ১০ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ জিশান ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।
সমকাল