বড় জুটির অভাবেই এমন হার


জয়ের জন্য টার্গেট ছিল ১২৯ রান। ঘরের মাঠে এমন টার্গেট দুরুহ ছিল না বাংলাদেশের জন্য। কিন্তু তারপরও মাত্র ৭৬ রানে অল আউট। নিউজিল্যান্ডের সাথে টাইগারদের হার ৫২ রানে। টানা জয়ের ধারায় থাকা বাংলাদেশের জন্য এমন হারটি ছিল অপ্রত্যাশিতই।

কেন এমন হার? ম্যাচের পর স্বভাবতই অনেকের প্রশ্ন। উত্তরটা সবারই জানা, ব্যাটিং ব্যর্থতা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর চোখে কারণটা একটু ভিন্ন। তার মতে, বড় জুটির অভাবেই এমন হার।

ম্যাচে সবচেয়ে বড় জুটি লিটন ও নাঈমের, ২৩ রানের। এরপর ১৪ ও ১১ রানের দু’টি জুটি এসেছে। বাকি জুটিগুলো ছুতে পারেনি দুই অঙ্কের রান। জুটির এমন চিত্র হলে, সেখানে ১২৯ রান স্পর্শ খুব কঠিনই।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলাররা দারুণ করেছে। তাদেরকে আটকে রাখা গেছে ১৩০ রানের মধ্যে (হবে ১২৮)। আমাদের ব্যাটিং শুরুটা খুবই ভালো ছিল। কিন্তু দ্রুত দু’টি উইকেট পড়ে যাওযার পর যেমনটা প্রতিরোধ গড়া দরকার ছিল, আমরা পারিনি।

আমি মনে করি মিডল অর্ডারে তা চেষ্টা করা হয়েছে। আমাদের বড় অভাব ছিল ভালো জুটি। সেটা আমরা করতে পারিনি।’

তৃতীয় ম্যাচ হারলেরও বাকি আছে আরও দু’টি। সিরিজ জয়ের আশা তাই ছাড়ছেন না মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘এখনো দু’টি ম্যাচ বাকি। আশা করি আগামী ম্যাচেই জয় পাব। তাতে সিরিজ জয়ও নিশ্চিত হবে।’