ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতা। বৈঠকে হাইকমিশনার দলটির রাজনৈতিক কৌশলের বিষয়ে জানতে চান।
গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে এটাই বিএনপির নেতাদের প্রথম বৈঠক।
বিএনপি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকমিশনারের বারিধারার বাসায় যান মির্জা ফখরুলসহ বিএনপির তিন নেতা। হাইকমিশনারের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন তাঁরা। এ সময় হাইকমিশনের রাজনৈতিক শাখার দুজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বিকেলে যুক্তরাজ্যের হাইকমিশন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপি সূত্র জানায়, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন, তবে এই বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।
বিএনপি নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে গত সংসদ নির্বাচন বর্জন করে। এখনো সে দাবিতে দলটি সোচ্চার রয়েছে, তবে নির্বাচনের পর তিন মাস পার হলেও বিএনপি কার্যত মাঠের কর্মসূচি থেকে বিরত রয়েছে।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের হাইকমিশনার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির নেতাদের কাছে জানতে চেয়েছেন। এ প্রসঙ্গে বিএনপি কী চিন্তা করছে, ভবিষ্যতে দলের রাজনৈতিক কৌশল সম্পর্কে হাইকমিশনার ধারণা চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কী নিয়ে আলোচনা হয়েছে, সেটি তো ব্রিটিশ হাইকমিশন তাদের টুইটে বলেই দিয়েছে।
prothom alo