সুইডিশ কোচ গোরান এরিকসন। ছবি: ফাইল
সুইডিশ কোচ সেভেন গোরান এরিকসন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক জানিয়ে দিয়েছেন, তার হাতে সর্বোচ্চ এক বছর সময় আছে। এর আগেও পৃথিবী ছেড়ে যেতে পারেন তিনি। তবে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাবেন তিনি।
প্রথম বিদেশি কোচ হিসেবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের ডাগ আউটে দাঁড়ানো এরিকসন তার এক ইচ্ছে ও এক অপূরণীয় ইচ্ছের কথা বলেছেন। স্কাই স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, লিভারপুলের কোচ হওয়ার ইচ্ছে ছিল তার।
এরিকসন বলেন, ‘মার্চে আমি ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচটি সম্ভব হলে দেখতে যেতে চাই। আমার বিশ্বাস, দারুণ একটা ম্যাচ হবে। বিশ্বকাপের গা গরমের ম্যাচের মতো হতে পারে। এমনকি ২০০৬ বিশ্বকাপের ফাইনালও এই দুই দলের মধ্যে হতে পারে। সুতরাং অসাধারণ একটা ম্যাচ হবে।’
গোরান এরিকসন ইংল্যান্ড ছাড়াও বেনফিকা, রোমা, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসলের কোচ ছিলেন। তবে মনে প্রাণে তিনি একজন লিভারপুল ভক্ত। রেডসদের ডাগ আউটে দাঁড়াতে না পারা তার অপূরণীয় ইচ্ছে বলে উল্লেখ করেছেন, ‘আমি সব সময় লিভারপুলের কোচ হতে চেয়েছিলাম। যা আর পূরণ হবার নয়। তবে আমি এখনও লিভারপুলের ভক্ত।’
samakal