- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মে ২০২১
হারপ্রিত ব্রার অলরাউন্ডিং পারফরম্যান্স, সাথে অধিনায়ক লোকেশ রাহুলের ৯১ রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার রাতের ম্যাচে দুরন্ত রূপে দেখা মিলল পাঞ্জাব কিংসের। হারতে হারতে ক্লান্ত পাঞ্জাব ৩৪ রানে উড়িয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে শেষের ঝড়ে ৫ উইকেটে ১৭৯ রান করে পাঞ্জাব। ৫৭ বলে ৯১ রানের দারুণ অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক লোকেশ রাহুল। সাত চারের সাথে তিনি হাঁকান ৫টি চার। ওয়ান ডাউনে নামা ক্রিস গেইল এদিন ঝলসে ওঠেন। খেলেন ২৪ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৬ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নামা বেঙ্গালুরুর হয়ে এদিন কোহলি, পতিধর ও হারশা প্যাটেল ছাড়া কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৩৫ রান করেন কোহলি। পতিধর ও প্যাটেল করেন সমান ৩১ রান। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মারেন হারপ্রিতের বলে। হার্ড হিটার ভিলিয়ার্সও হারপ্রিতের শিকার।
সব মিলিয়ে ৪ ওভারে এক মেডেনে ১৯ রানে তিন উইকেট নেয়া পাঞ্জাবের হারপ্রিত ব্রার জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ৪ ওভারে ১৭ রানে দুটি উইকেট নেন রবি বিষ্ণু।