- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২২
বৃষ্টিতে আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচটিও পরিত্যক্ত হয়ে গেছে। বৃষ্টির কারণে এর আগে আজ ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েস-লিটন দাসের কুমিল্লা ও মাহমুদুল্লাহ রিয়াদ-তামিম ইকবাল-মাশরাফি বিন মর্তুজার ম্যাচটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবার কথা ছিল। কিন্তু দুপুর থেকেই শুরু হওয়া বৃষ্টি অবিরামভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে কুমিল্লা-ঢাকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ফলে পয়েন্ট ভাগাভাগি করলো কুমিল্লা ও ঢাকা। এতে ৬ ম্যাচ শেষে ৪ জয়, ১ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৯ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা।
আর ৭ ম্যাচে সমান ৩টি করে জয়-হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ঢাকা।
৭ ম্যাচে ৪ জয়, ২ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৯ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।