বিপিএলে এবার বরিশালের ‘বড় মাছ’ শাহিন আফ্রিদি

সরাসরি চুক্তিতে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশালইনস্টাগ্রাম

বিপিএলে বড় তারকা খেলোয়াড় নিয়ে আসার একটা সুনাম বরিশাল দলের আছে। যে ফ্র্যাঞ্চাইজির নামের সঙ্গে বরিশাল আছে, সে দলের মালিক যখন যিনিই হয়েছেন, বিপিএলে বড় কোনো বিদেশি তারকা এনে চমক দেখিয়েছেন।

এর আগে বরিশাল দলে ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টির মহাতারকা খেলেছেন। গত মৌসুমে খেলেছেন কিলার মিলার হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। এবারও বরিশাল ‘বড় মাছ’ হিসেবে দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে যে ২৪ বছর বয়সী আফ্রিদিকে তারা সরাসরি চুক্তিতে দলে টেনেছে। এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলবেন পাকিস্তানের ফাস্ট বোলার। এবারের বিপিএল শুরু হওয়ার কথা ৩০ ডিসেম্বর।

বাঁহাতি পেসার আফ্রিদি অবশ্য বরিশালের হয়ে শুধু বিপিএলে তাদের প্রথম পাঁচটি ম্যাচেই খেলতে পারবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। বিপিএল শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি।

আফ্রিদি ছাড়াও বিদেশি খেলোয়াড় হিসেবে বরিশাল দলে আছেন কাইল মায়ার্স ডেভিড ম্যালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ ও জাহানদাদ খান।

prothom alo