বিদেশিরা চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিদের নানা ধরনের কথা এখন কমে গেছে। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। বিদেশিরাও দেখছে সন্ত্রাসীদের প্রোমোট করলে ওদের বারোটা বাজবে। সুতরাং তারা চুপসে গেছে।
রোববার সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এ কে আব্দুল মোমেন নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

এ কে আব্দুল মোমেন বলেন, যাদের প্রতি একটু নরম ছিল তারা (বিদেশিরা), তারাই এখন ওদের পছন্দ করে না। কারণ, বিএনপি এখন দল নয়, সন্ত্রাসী হয়ে গেছে। সন্ত্রাসীর জায়গা পৃথিবীর কোথাও নেই

মন্ত্রী বলেন, যদি সরকার অপছন্দ হয়, নিশ্চয় আপনি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিবর্তন করবেন। কিন্তু সন্ত্রাসী তৎপরতা করে, জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষ মেরে ফেললে কোনো লোকই সেটা গ্রহণ করবে না।
তিনি বলেন, অনেক অনেক লোক ভোট দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সব প্রার্থীকেই সমানভাবে দেখি। অনেক অদৃশ্য ভোট থাকবে। নির্বাচনের সময় যারা নির্বাচনে আসনেনি, তারা কিন্তু অদৃশ্য ভোট হয়ে যায়।

গত মেয়র ইলেকশনে (সিলেট সিটি করপোরেশন নির্বাচন) অদৃশ্য ভোট অনেক ছিল। এ জন্য আমরা ওদের সুযোগ দেব না।

মানব জমিন