বিএনপির সমাবেশ শুরুর দেড় ঘণ্টা আগেই নয়াপল্টনের রাস্তায় নেতা–কর্মীরা

Transparent Newspaper Clipping Clipart - Prothom Alo Logo ...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি
নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি  ছবি: তানভীর আহম্মেদ

বেলা একটায় এ প্রতিবেদন লেখার সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে দলটির নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। এ পথ হয়ে একটি সারিতে যানবাহন চলাচল করছে। এতে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড়ে যাওয়ার সড়কে কিছুক্ষণ পরপর যানজটের সৃষ্টি হচ্ছে। আর বিপরীত পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সমাবেশ মঞ্চের ব্যানারে লেখা রয়েছে গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলি বর্ষণে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবরদখল করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির নেতা–কর্মীরা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির নেতা–কর্মীরা  ছবি: প্রথম আলো

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম।

এদিকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করতে চেয়েছিল বিএনপি। ‌দলটিকে এখানে সমাবেশ করতে দেয়নি পুলিশ। উল্টো সমাবেশের আগে ৭ ডিসেম্বর দলের কিছু নেতা–কর্মী নয়াপল্টনের সামনে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপির।