ঢাকা
তিন বছর আগের দুটি মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আজ বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল।
পিপি তাপস কুমার পাল বলেন, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা আটকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল হয়। এ ঘটনায় বিএনপির নেতা রুহুল কবির রিজভীসহ অন্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়। ওই দুই মামলায় রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
আজ অভিযোগপত্র আমলে নিয়ে ‘পলাতক’ আসামি রুহুল কবির রিজভীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। অপর তিন আসামি হলেন শাহীন, দেলোয়ার ও রানা।