- অনলাইন প্রতিবেদক
- ১১ জুলাই ২০২০
বিএনপি-কে নিশ্চিহ্ন করে দিতে সরকার ধারাবাহিক কূটকৌশল করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক বিএনপিসহ দেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন-নিপীড়ণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। মূলত বর্তমান অপশাসন নিয়ে সোচ্চার বিএনপি-কে নিশ্চিহ্ন করে দিতে এটি সরকারের ধারাবাহিক কূটকৌশল।
রোববার সন্ধায় ফরিদপুর নগরকান্দা পৌর বিএনপি’র সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে করোনা ভাইরাসের দুর্যোগময় সময়ে সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়-দুস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তখন সরকার সেটিকে বাধাগ্রস্ত করতেই নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিম রোলার চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। আসাদ্জ্জুামান আসাদ নি:সন্দেহে সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি।’