বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন আকতার হোসেন

logo

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |ফাইল ছবি

ড. মোহাম্মদ আখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আখতার হোসেনকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১ জুলাই থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হয়েছে।

এতে আরো বলা হয়, ১ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাথে স্বাক্ষরিত চুক্তিতে উল্লিখিত শর্তাবলি দ্বারা তিনি সব ধরনের সুবিধা গ্রহণ করবেন।

সূত্র : বাসস