- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২৩, ২৩:২০
সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোয়েনেট মনসিও সায়েহের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তাদের কাছ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণের অনুরোধ নিয়ে আলোচনা করেছে।
রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: মেজবাউল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে গভর্নর আবদুর রউফ, ডেপুটি গভর্নর এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইএমএফের চার সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
তিনি বলেন, বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আইএমএফ প্রতিনিধিদল কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপসহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।
বিবির মুখপাত্র বলেন, বৈঠকে ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি।
মেজবাউল বলেন যে আইএমএফ থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে না। আইএমএফ-এর ৩১ জানুয়ারির বোর্ড সভায় ঋণ অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ক্রমহ্রাসমান রিজার্ভ মোকাবিলা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফের কাছে ঋণের অনুরোধ করেছে।
আইএমএফ প্রাথমিক অনুমোদন দিয়েছে।
আলোচনায় জড়িত বাংলাদেশের কর্মকর্তাদের মতে, আইএমএফ বোর্ড চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে।
ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারির শুরুতে পাওয়া যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে।
ঢাকার ঋণের অনুরোধের বিষয়ে আরো আলোচনা করতে শনিবার আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
সূত্র : ইউএনবি