বাংলাদেশে হচ্ছে না সাফ ফুটবল

Daily Nayadiganta


এমনিতেই সংস্কারের কারণে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে সমস্যা ছিল। সাথে যোগ হয়েছে করোনার ভয়াবহতা। তাই সেপ্টেম্বরের সাফ ফুটবল আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে। যা তারা জানিয়ে দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল (সাফ) ফেডারেশনকে।

এরই প্রেক্ষাপটে আজ শুক্রবার সাফের অনলাইন সভা। এতে সিদ্ধান্ত, সেপ্টেম্বরের বদলে ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ফিফা উইন্ডোতে হবে এবারের সাফ।

‘বাংলাদেশ স্বাগতিক হতে অপারগতা প্রকাশ করায় এখন আগ্রহী নেপাল, ভারত ও মালদ্বীপ। নেপাল আগেই ইচ্ছে প্রকাশ করে। নতুন যোগ হয়েছে ভারত ও মালদ্বীপ। যে দেশ আর্থিক শর্ত পূরণ করতে পারবে তারাই পাবে ভেন্যু। ৩১ জুলাইয়ের মধ্যে তা তাদের নিশ্চিত করতে হবে,’ জানান সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল।

এদিকে করোনার জন্য অনূর্ধ্ব-১৯ মহিলা সাফের মতো অনূর্ধ্ব-১৬ মহিলা সাফও স্থগিত করা হয়েছে। আগস্টে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৬ মহিলা সাফ।