বাংলাদেশে উশুকে এগিয়ে নিতে চীনা সরকারের ১ কোটি টাকার সৌজন্য উপহার

এরই মধ্যে সরঞ্জামগুলো ফেডারেশনের গোডাউনে রাখা হলেও শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

ঈদের আগের দিনই খেলার সরঞ্জাম ফেডারেশনের গোডাউনে এনে রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে খেলার ম্যাট, সোর্ডসহ আরও অনেক কিছু।

ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চীন থেকে আমরা এর আগেও ৬৫ লাখ টাকার সরঞ্জাম পেয়েছিলাম। এবার অনেক কিছুই দেওয়া হচ্ছে। আমরা তা নিজেরা আনতে গেলে গেলে ট্যাক্স মিলিয়ে এক কোটি টাকার বেশি ব্যয় হতো। এখন তা সৌজন্য হিসেবে পেয়েছি।’

এরপরই এই কর্মকর্তা যোগ করেন, ‘এরই মধ্যে গুদামে তা রাখা হয়েছে। চীনা দূতাবাসে জায়গা নেই বিধায় আমাদের এখানে রাখা হয়েছে। সামনে কোনও অনুষ্ঠানের মাধ্যমে আমরা অফিসিয়ালি তা ব্যবহার করতে পারবো। তখন ক্লাব, জেলা ও বিভাগগুলোতে সেগুলো দেওয়া হবে, যেন উশু খেলার আরও বিস্তার হয়।’