বাংলাদেশে চলমান অস্থিরতায় ভুক্তভোগীদের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার আক্রান্ত শিক্ষার্থীদের জন্য প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে অস্থির সময় পার করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দিনে দেশের বিভিন্ন স্থানে ২৭ জন নিহতের খবর জানা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধ আজও চলছে।
বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার সমর্থকদের হামলায় বিপুল হতাহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হয়েছে, যা পৌঁছে গেছে ২০২২ ফিফা বিশ্বকাপে বাংলাদেশের বিপুল সমর্থন পাওয়া আর্জেন্টাইনদের কাছেও।
কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এনজো আজ বাংলাদেশ সময় সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লেখেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’
পোস্টের সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার।
Source: Prothom Alo