বাংলাদেশের যেসব কীর্তিতে মনে রাখবেন বেলেরিভে ওভালকে

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২৪ অক্টোবর ২০২২, ১৪:৪৫
বাংলাদেশের যেসব কীর্তিতে মনে রাখবেন বেলেরিভে ওভালকে – ছবি : সংগৃহীত

তাসমান সাগর পাড়ে এর আগে আর কখনোই টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের। আজই প্রথম খেলতে নেমে বাংলাদেশ মাঠ ছেড়েছে হাসিমুখেই। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি অভিষেকটা হলো জয় দিয়েই।

আগে যদিও একাধিকবার অস্ট্রেলিয়ায় খেলেছে বাংলাদেশ, তবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে আজই প্রথম পা রেখেছে তাসমান সাগর পাড়ে। এটাই কি যথেষ্ট নয় বেলেরিভে ওভালকে মনে রাখতে?

শেষবার যখন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছিল, তখনো সাদা-কালো টেলিভিশনের দেখা মেলে। সময়টা তখন ২০০৭ সাল। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। এরপর দীর্ঘ ১৫ বছরে আরো ৬টা বিশ্বকাপ আসর খেলেও জয় আসেনি আর মূল পর্বে। আজকের আগে বিশ্বকাপের ৩৩ ম্যাচে পাওয়া ৮ জয়ের ৭টিই ছিলো গ্রুপ পর্বে।

অবশেষে ১৫ বছর পর এসে, বিশ্বকাপের অষ্টম আসরে ৩৪ নাম্বার ম্যাচে মূল পর্বে জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ সাকিব আল হাসানের নেতৃত্বে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে। আজকের এই ৩৫ বছর বয়সী অভিজ্ঞ সাকিব ১৫ বছর আগের সেই জয়েরও সাক্ষী ছিলেন। সেদিনের ছিপছিপে গড়নের তরুণ সাকিব সেই জয়ের অন্যতম কারিগরও ছিলেন।

সেদিনের জয়ে ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। আর আজ ১৫ বছর পর দ্বিতীয় জয়ে ৪ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। পরিসংখ্যানের বারোটা বাজিয়ে আরেকটা তথ্য দেই, এই ম্যাচের মতো সেই ম্যাচেও সাকিব ব্যাট হাতে খেলেছিলেন ৯ বল। সেদিন করেছিলেন বলের থেকে ২ রান বেশি, আর আজ দুই রান কম। যাহোক, ১৫ বছর অপেক্ষার প্রহর ফুরিয়েছে আজ বেলেরিভে ওভালে। এখন তো নিশ্চয়ই বেলেরিভে ওভালকে মনে রাখবেন?

সাকিব-তাসকিন যখন আলোচনায় উঠেইিএলো, তবে আরেকটা বিস্ময়কর তথ্য দেয়া যেতেই পারে তাদের ঘিরে। যেখানেও অবশ্য বেলেরিভে ওভালের নাম জড়িয়ে থাকবে। যাহোক, গত ৫ বছরে আইসিসির সব ইভেন্টে যতগুলো জয় পেয়েছিল বাংলাদেশ, সবগুলোতেই সাকিব আল হাসান ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শুরু, ২০১৯ বিশ্বকাপের ৩ জয় আর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২ জয়; সব জয়েই ম্যাচ সেরা ছিলেন সাকিব। অতঃপর আজ পাঁচ বছর পরে সেই ধারা ভেঙেছে আজ বেলেরিভে ওভালে। আইসিসির কোনো ইভেন্টে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আজ তাসকিন আহমেদ।