বাংলাদেশের প্রশংসায় কী বললেন তারা


নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় টেস্ট জয়ে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টিম টাইগার্সদের নিয়ে প্রশংসায় মত্ত হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেনে ফ্লেমিংসহ অনেকে। দারুণ জয়ে মুমিনুলদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

আলোচনায় ছিল বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ফ্লেমিং এমনটি মনে করছেন না, ‘নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচটিকে হালকাভাবে নেয়ার যে কোনো আলোচনাই বাজে কথা। বাংলাদেশ একটি চমৎকার টস জিতেছে এবং একটি দুর্দান্ত টেস্ট খেলেছে। ইতিহাস গড়ার জন্য বাংলাদেশ দল এবং কোচিং স্টাফদের অভিনন্দন। সত্যিই দ্বিতীয় টেস্টের জন্য উন্মুখ হয়ে আছি।’

দলের বাইরে থাকা সাকিব আল হাসান টুইটারে বলেছেন, ‘আমাদের ফাস্ট বোলাররা অসামান্য পারফরম্যান্স দেখিয়েছে এবং সব ব্যাটসম্যানরা সমানভাবে ভালো খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটি কী দারুণভাবেই না শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, ‘শুভকামনা বাংলাদেশের বাঘেরা। ২০২২ এর সূচনায় এটা দারুণ অর্জন।’

ভারতের সাবেক টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অভিনন্দন! টেস্টে ৮ উইকেটে জয় পাওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয় পাওয়াটা অনুপ্রেরণাদায়ক এবং একটি অবিশ্বাস্য কৃতিত্ব। আমি নিশ্চিত, এ জয়টি অনেক বছর মনে থাকবে।’

সাবেক নিউজিল্যান্ড বোলার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন বলেন, ‘মনে রাখার মতো একটি দিনের কথা বলছি… বাংলাদেশ ক্রিকেটের জন্য জাদুকরী মুহূর্ত। ইতিহাস তৈরি হয়েছে।’
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নের চোখে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন..ভাল খেলেছো।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে লিখেছেন, ‘ব্রিলিয়ান্ট বাংলাদেশ।’ সাবেক শ্রীলঙ্কার অলরাউন্ডার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘অসাধারণ বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের সম্পূর্ণভাবে পরাস্ত করাটা সহজ নয়.. সত্যিই অসাধারণ.. মনে রাখার মতো একটি জয়। অভিনন্দন।’