- ২৪ ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে বাংলাদেশ, যার ফলে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নতুন চুক্তি অনুযায়ী, শুল্কের হার পূর্বের চেয়ে ১৭ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই অর্জনকে ‘সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে আলোচক দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই চুক্তি বাংলাদেশের জন্য বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও সুগম করবে। তিনি আলোচকদের প্রশংসা করে বলেন, ‘আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।’
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নিরলস আলোচনার ফসল এই চুক্তি। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তার মতো জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও আলোচক দল সফলভাবে দর-কষাকষি সম্পন্ন করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক বাণিজ্যিক সুবিধা যেমন সংরক্ষিত হয়েছে, তেমনি রক্ষা পেয়েছে দেশের মূল জাতীয় স্বার্থ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এই অর্জন কেবল বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকেই প্রতিফলিত করে না, বরং এটি দেশের জন্য ‘বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।’
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। তাঁর মতে, ‘আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরও শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।’