বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো অস্ট্রেলিয়া

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল টাইগ্রেসদের। তাই শেষ ওয়ানডেতে লজ্জা এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমন সমীকরণের ম্যাচে খুব বেশি সুবিধা করতে পারেননি টাইগ্রেসরা। মান বাঁচানোর ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অল্পেই গুটিয়ে যায় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত জয় পেয়েছে অজি মেয়েরা। 

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬.২ ওভারে ৮৯ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় পায় অ্যালিসা হেলির দল।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ বল খেলে ০ রানে ফেরেন ওপেনার সুমাইয়া আক্তার। আরেক ওপেনার ফারজানা হক করেন ৫ রান। দুই ওপেনারের ব্যর্থতার পর আসা-যাওয়ার মিছিলে ছিলেন মুর্শিদা, রিতু মনি ও ফাহিমা খাতুনরাও। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাল ধরার চেষ্টা চালালেও ইনিংস বড় করতে পারলেন না।

ইনিংসের সবচেয়ে বড় জুটিটা এসেছে দুই টেলএন্ডার ব্যাটারের কাছ থেকে। দশম উইকেটে মারুফা আক্তার ও সুলতানা খাতুনের জুটিতে ২২ বলে ২৬ রানের সুবাদে দলীয় সংগ্রহ ৮৯ রানে গিয়ে থামে। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল চারজন। টাইগ্রেস পেসার মারুফা আক্তার অপরাজিত থাকেন ১৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট সংগ্রহ করেছেন কিম গ্রার্থ এবং অ্যাশলে গার্ডনার। এ ছাড়া এলিসা পেরি নেন ২ উইকেট

৯০ রানের লক্ষ্যে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়েছেন অসি ব্যাটাররা। দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। সুলতানার শিকার হওয়ার আগে ২৭ বলে ১২ রান করেছেন ফোব লিচফোর্ড। অন্যদিকে, রাবেয়া খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে অধিনায়ক অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৩ রান

দুই ওপেনারের বিদায়ের পর এলিস পেরি ও বেথ মুনি আর কোনো উইকেটের পতন হতে দিলেন না। দুজনের ব্যাটে ভর করে মাত্র ১৮ দশমিক ৩ ওভারেই জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৮ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন পেরি আর ২২ বলে ২১ করেন বেথ মুনি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন সুলতানা ও রাবেয়া খান।

একদিনের ক্রিকেটে ভরাডুবির পর এবার টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের মুখোমুখি হবে জ্যোতিরা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

samakal