ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখতে সহায়কের ভুমিকা পালনের জন্য ‘শ্রান্তি বিনোদন’ ভাতার নামে পুলিশকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রীয় ফ্যাসিবাদকে সহায়তার জন্য এই পুরস্কার হিসাবে দেয়া হবে প্রতি বছর এক মাসের বেতনের সমপরিমান ভাতা। এই ভাতার সাথে প্রতি বছর বিশেষ ছুটিও পাবেন পুলিশ সদ্যরা। এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত জানিয়ে টাকা ছাড় করার জন্য গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য বছরে ৩শত ৫৫ কোটি পঁচাশি লক্ষ ছেষট্টি হাজার টাকা ছাড় করতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
সম্প্রতি সেনাবাহিনীর ১১৬ জনকে নানা ক্যাটাগরিতে পুরিস্কৃত করার নামে এককালীন ভাতার পাশাপাশি আজীবন ভাতা দেওয়ার খবর বের হয়েছে আমার দেশ ইউকে অনলাইনে। এরপরই আমাদের হাতে আসে পুলিশকে এককালীন ভাতা দেওয়ার এই খবরটি। করোনার ভয়াল আক্রমনের মুখে দেশে দেশে যখন ব্যয় সঙ্কোুচনের নীতি ঘোষণা হচ্ছে, বাংলাদেশে তখন পুরস্কার ও ভাতার নামে অতিরিক্ত ব্যায়ের তালিকা প্রকাতিশ হচ্ছে। বিশেষ করে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনী ও পুলিশের জন্য ঘোষিত হচ্ছে এই পুরস্কার ও ভাতা।
এখানে উল্লেখ্য, নির্বাচনের নামে প্রহসনে সবচেয়ে বড় সহযোগি শক্তি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সরাসরি সহযোগিতায় জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদি সরকার। আর পুলিশ আওয়ামী ফ্যাসিবাদী আমলের পুরো একযুগ ধরেই রাজপথে লাঠিয়ালের ভুমিকা পালন করে আসছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত চিঠির বিষয়বস্তুতে বাংলাদেশ পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যদের জন্য বিশেষ ভাতা প্রদানের প্রসঙ্গটি উল্লেখ করা হয়। এই বিশেষ ভাতার নামে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সহায়তার পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে গচ্ছা যাবে সাড়ে ৩ শত কোটি টাকার বেশি। এই টাকা যাবে জনগণের ট্যাক্স ও ভ্যাট থেকে।
অথচ, জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকায় বেতন-ভাতাভোগী এই পুলিশই সরকারি দলের ভিন্নমত দমনে চরম নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে মানুষের উপরে। ভিন্নমতের লোকদের ধরে নিয়ে ক্রসফয়ারের নামে বিচারবহির্ভূত হত্যা, গুম করার অভিযোগ রয়েছে এই পুলিশের বিরুদ্ধে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের এক মাসের বেতনের সমপরিমাণ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এরই আলোকে পুলিশে কর্মরত সকল সদস্যকে প্রতি বছর এক মাসের মূল বেতনের সমপরিমাণ অথসর্হ শ্রান্তি বিনোদন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ শুধু ভাতাই নয়, সঙ্গে এক মাসের শ্রান্তি বিনোদন ছুটিও পাবে পুলিশ সদস্যরা।
এক দিকে রাষ্ট্রীয় কোষাগারে টাকার অভাবে নিয়মিত ব্যয় মিটাতে ব্যাংক থেকে টাকা ধার নেওয়াসহ বিভিন্ন উৎস থেকে সরকার অর্থ সংগ্রহ করার খবর প্রায়ই আওয়ামী গণমাধ্যম গুলোতেই বের হয়। এর মাঝেই নিজেদের ক্ষমতা আঁকড়ে রাখতে বিভিন্ন ভাতা ও পুরস্কারের নামে সেনাবাহিনী এবং পুলিশকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে।