- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২১
আর্জেন্টিনা কোচের জবাব শুনে সকলেই হতবাক। মেসির প্রতি ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে গেল সমালোচকদের। কোপা আমেরিকায় ১-০ গোলে জয়ের ফলে এমনিতেই খুশি মেসির ভক্তরা। তারপরও যে প্রশ্ন ওঠেছে, তার নিরসন করলেন কোচ নিজে।
ম্যাচের ৮৯ মিনিটে নিশ্চিত একটা গোল মিস করলেন লিওনেল মেসি। দি পলের বাড়ানো পাস থেকে বল পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ৬ গজ দুরত্বে শুধুমাত্র ব্রাজিলের গোলরক্ষক এডারসনকে পরাস্ত করলেই গোল কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, মেসির প্রথম টাচটাই অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং এডারসনের হাতে সরাসরি বল জমা পড়ে। এরপরেই সামলোচকরা বলতে থাকেন ছন্দে নেই মেসি। লিওনেলকে নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। ম্যাচ শেষে ফাইনালে মেসির ফর্ম নিয়ে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার কোচ লিওলেন স্কালোনিকে। এরপরে আর্জেন্টিনা কোচের জবাব শুনে সকলেই হতবাক। মেসির প্রতি ভালবাসা যেন দ্বিগুণ হয়ে গেল সমালোচকদের। সেই কারণেই ম্যাচ শেষে মেসি গিয়ে জড়িয়ে ধরলেন দলের কোচকে।
স্কালোনি জানালেন মারাকানায় মেসি নাকি চোট নিয়েই ২০২১ কোপা ফাইনাল ম্যাচ খেলেছেন, যা শুনে সকলে চমকে যান। স্কালোনি জানান, ‘যদি আপনারা জানেন যে মেসি কিভাবে ফাইনাল ম্যাচ খেলেছেন তাহলে আপনারাও ওনাকে আরো বেশি ভালোবাসবে।’ তিনি আরো জানান, ‘আপনারা কখন ওর মতো খেলোয়াড় দেখতে পাবেন না, এই ম্যাচ আর এর আগের ম্যাচে সে সম্পূর্ণ ফিট না হয়েও খেলেছেন।’
স্কালোনি এখানেই থেমে থাকেননি তিনি জানান, ‘এরপরও সে নিজের টাওয়েল ছুঁড়ে ফেলে দেননি। আমরা সর্বকালের সেরা ফুটবলারের সম্বন্ধে বলছি। এবং প্রত্যেকেই জানত জাতীয় দলের হয়ে এই ট্রফি জয়টা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।’
মেসির সাথে নিজের সম্পর্ক নিয়ে আর্জেন্টিনার কোচ জানান, ‘মেসির সাথে আমার সম্পর্কটা অন্যরকম যেটা সাধারণত কোচ আর ফুটবলারের হয় না। এটা অনেক গভীর। আমরা একে অপরকে অভিবাদন করি, আমরা একে অপরের আলিঙ্গন করি এবং আমি ওর প্রতি ও তার সতীর্থদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব।’
সূত্র : হিন্দুস্তান টাইমস