পরিবর্তন আসতে পারে একাদশে, ফিরতে পারেন সৌম্য সরকার

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৫ নভেম্বর ২০২২, ২৩:৪৫
পরিবর্তন আসতে পারে একাদশে, ফিরতে পারেন সৌম্য সরকার – ফাইল ছবি

সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। হারলে এখানে শেষ বিশ্বকাপ, জিতলে সন্ধ্যা নাগাদ সামান্য সম্ভাবনা থাকবে সেমিতে উঠার। তবে দিনের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসকে হারিয়ে দিলে উভয় দলকেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

বাংলাদেশ-পাকিস্তান উভয়ের জন্যই তাই বিশ্বকাপে নিজেদের সম্ভাব্য শেষ ম্যাচ হতে পাতে এইটাই। তাই বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার থেকে বরং পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছে। সুপার টুয়েলভ থেকেই দেশে ফিরতে হলে অন্তত জয় নিয়েই দেশে ফিরতে চায় টাইগাররা।

এইদিকে এই ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কয়েকটি পরিবর্তবের আভাস পাওয়া যাচ্ছে। গুঞ্জন আছে আবারো চার বোলার পদ্ধতিতে গড়া হতে পারে একাদশ। সেইক্ষেত্রে ফের একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। আর এমনটা হলে বাদ যেতে পারেন ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়া শরিফুল ইসলাম।

সম্ভাবনা আছে ৫ বোলারের একাদশ গঠনেরও। তখন শরিফুলের বদলে একাদশে আসতে পারেন ইবাদত হোসেন। শোনা যাচ্ছে নাসুম আহমেদেরও নাম। পাকিস্তান একাদশে ডান হাতি ব্যাটসম্যানের আধিপত্য থাকায় নাসুম সুযোগ পেয়ে যেতে পারেন। ব্যাটিং-বোলিং বিবেচনায় কপাল খুলে যেতে পারে মেহেদী হাসান মিরাজেরও।

এদিকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে বাদ পড়ার তালিকায় আছেন নাজমুল হাসান শান্ত ও ইয়াসির আলী রাব্বির নামও। ফলে ম্যাচ শুরুর আগ পর্যন্ত একাদশ নিয়ে ধোঁয়াশা রয়েই গেলো। তবে ওপেনিংয়ে যেই থাকুক না কেন, একটা পাশ যে লিটন দাসের থাকবে তা অনুমেয়।