ঢাকা
দেশে বিভিন্ন বন্দরে আরও ছয়টি স্থায়ী কনটেইনার স্ক্যানার বসানো হবে। এ জন্য নাকটেক কোম্পানি লিমিটেডের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
বুধবার সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে সই করেন এনবিআরের সদস্য মান্নান শিকদার ও নাকটেক কোম্পানির প্রতিনিধি হও ওয়েনই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।
বাণিজ্য সহজীকরণ, আমদানি করা পণ্যের দ্রুত খালাস, রপ্তানি পণ্যের দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন ও খরচ কমানোর জন্য নতুন ছয়টি স্ক্যানার বসানো হচ্ছে। এর মধ্যে চারটি চট্টগ্রামে বন্দরে এবং বাকি দুটি বেনাপোল ও ভোমরা বন্দরে স্থাপন করা হবে। বর্তমানে দেশের বিভিন্ন বন্দরে ১০টি কনটেইনার স্ক্যানার আছে, যার মধ্যে ৬টি পুরোনো হয়ে গেছে। বাকি চারটির সক্ষমতা কমেছে।
এসব কনটেইনার স্ক্যানার স্থাপনের ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে চোরাচালান প্রতিরোধ, জনস্বাস্থ্য সংরক্ষণ, দেশের নিরাপত্তাঝুঁকি হ্রাসসহ বহুমাত্রিক সুফল পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।