প্রয়োজন মনে হলে ক্লাস বন্ধ করে দেবো: শিক্ষামন্ত্রী

সোমবার, জানুয়ারি ৩, ২০২২ ০৯:৫৬ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ফটো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমরা মনে করি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমাদের ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া প্রয়োজন, আমরা কমিয়ে দেবো, বন্ধ করে দেওয়া প্রয়োজন মনে হলে বন্ধ করে দেবো। সবই আমরা প্রয়োজন বুঝে করব।’

আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস চালুর বিষয়ে দীপু মনি বলেন, ‘মার্চ পর্যন্ত না দেখে আমরা বলতে পারছি না পুরোদমে ক্লাস চালু করতে পারব কি না। গত বছর যেভাবে ছিল, তার চেয়ে হয়তো ক্লাসের সংখ্যা বৃদ্ধি হবে। শিক্ষার্থীরা আগে একদিন আসতো ক্লাসে, এখন একাধিক দিন আসবে। কিন্তু আমরা পুরোদমে ক্লাস শুরু করতে পারছি না। আমাদের স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা আছে।’

তিনি বলেন, ‘দুই বছরে শিক্ষার যে ঘাটতি হয়েছে, তা একটি শিক্ষাবছরে পুরোটা কাটিয়ে উঠতে পারব কি না জানি না। আমাদের চেষ্টাটা থাকবে। তবে তা নির্ভর করবে করোনার গতিপ্রকৃতির ওপর।’

আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে। ইতোমধ্যে ইউজিসি এবং যারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সমন্বয় করেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তারা রাজি এবং আমরা সবাই একমত যে সংক্ষিপ্ত সিলেবাসেই আমরা ভর্তি পরীক্ষা নেব।’

তিনি আরও বলেন, ‘যেই কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়ায় আসেনি, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তারাও মনে করেন যে এটাই যুক্তিযুক্ত। যদিও এ ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমি আশা করি, তারও হয়তো এমনই সিদ্ধান্ত নেবে।’