প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-মাশরাফি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-মাশরাফি ছবি: ফাইল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব ও মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নৌকার বিজয় নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন।

সাকিব আল হাসান ঢাকাসহ তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম তুলেছিলেন। তবে নিজ এলাকা মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন নিয়ে সাকিব বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে মাগুরা থেকে নির্বাচনের সুযোগ করে দেওয়ায়। মাগুরা-১ আসনের সব নেতাকর্মী ও এলাকার প্রত্যেক মানুষকে পাশে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।’

সমকাল