প্রতিটি গুলির হিসাব নেয়া হবে : মির্জা আব্বাস

  • অনলাইন প্রতিবেদক
  •  ১৯ জুলাই ২০২৩, ২০:৪৪

লহ্মীপুরে পদযাত্রায় বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দলটি নয়াপল্টনে শোক র‌্যালী করার ঘোষণা দিয়েছে।

বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যাত্রাবাড়ীতে পদযাত্রা সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন।

বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গতকাল ও আজকে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে আর দেশ চলতে পারে না। এই সরকারের চুরি, লুণ্ঠনের বিরুদ্ধে জনগণ জেগেছে।

তিনি বলেন, এ সরকারের প্রয়োজন নেই, এ মূহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের ভোট চুরির কারণে আজ দেশের মানুষ ভোট দেয়া ভুলে গেছে। আমরা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় এসেছি।

তিনি বলেন, যারা সকাল থেকে বিকেল পর্যন্ত পায়ে হেটেঁ আন্দোলন করতে পারে, তারা সফল হবে ইনশাআল্লাহ। প্রতিটি গুলির হিসাব দিতে হবে, পই পই করে হিসাবে নেয়া হবে, কোনো অপরাধী পুলিশ রেহাই পাবে না।

সাবেক বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের বড় মীর জাফর আখ্যা দিয়ে আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যাবস্থা ধ্বংস করেছে, গত ১৫ বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যারা গুম-খুন হয়েছে- এর প্রত্যেকটির জন্য খায়রুল হককে কাঠগড়ায় দাঁড়াতে হবে।