পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বয়কটের আহ্বান যুক্তরাজ্য বিএনপির

mzamin

facebook sharing button
whatsapp sharing button

গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অনেকেই আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্যে। এদিকে যুক্তরাজ্যে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাদের বয়কট করতে আন্দোলনে নেমেছে যুক্তরাজ্য বিএনপি।

এ নিয়ে জনসচেতনতা তৈরি এবং পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে লিফলেট বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে সপ্তাহব্যাপী এসব লিফলেট বিতরণ করছেন তারা।

নেতারা বলছেন, যুক্তরাজ্য একটি গণতান্ত্রিক দেশ। এখানে গণহত্যাকারী ঘুরে বেড়াবে তা হতে পারে না। তারা যুক্তরাজ্যের জনগণের জন্য হুমকি বলে মনে করছেন বিএনপি নেতারা।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে লন্ডনের শহীদ মিনারে ফুল দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে ঢুকতে না পারে সেজন্য হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন, যারা নির্বিচারে বাংলাদেশে মানুষ হত্যা করেছে, তারা যদি শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে যান, তাহলে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হবে। বীর শহীদদের আত্মত্যাগকে অবমাননা করা হবে।

ভারতের প্রতি বার্তা দিয়ে নেতারা বলেন, ভারত বাংলাদেশের বন্ধু, কোনো শত্রু নয়। তাই শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানান নেতারা।

আগামী ২১শে ফেব্রুয়ারি লন্ডনস্থ আলতাব আলী পার্কের শহীদ মিনারে আওয়ামী লীগ নেতা-কর্মীরা যাতে ঢুকতে না পারে এজন্য কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্য বিএনপি।

এমন ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা বলছেন, বৃটেন একটি গণতন্ত্রের দেশ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যে কেউ শহীদ মিনারে যেতে পারেন। এটি তার গণতান্ত্রিক অধিকার। সেই হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ আগামী ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার যাবে।