পাক হাইকমিশনের সামরিক দূতদের বহিষ্কার ও কর্মী কমানোর নির্দেশ দিয়েছে ভারত

logo

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৯ ঘন্টা আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ভারতের নিরাপত্তা সংক্রান্ত কেবিনেট কমিটির বৈঠকের পরই ভারত প্রত্যাঘাতের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, ভারত কিছুক্ষনের মধ্যে ব্যবস্থা নিতে চলেছে। এরপরেই ভারত সরকার বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে। পাকিস্তানে ৩৯ বিলিয়ন ঘনমিটার নদী প্রবাহের বিষয়ে সহযোগিতা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ভারতে থাকা পাকিস্তানি হাইকমিশনের সব সামরিক দূতদের বহিষ্কার করা হয়েছে সেইসঙ্গে নয়াদিল্লি মিশনের কর্মী সংখ্যা প্রায় অর্ধেক কমানোর কথা বলা হয়েছে।

সিন্ধু জল চুক্তি স্থগিতের পাশাপাশি আটারি চেকপোস্ট বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে আসতে দেওয়া হবে না বলেও পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।

এদিকে, পহেলগাঁও হত্যাকান্ডের পরবর্তী করণীয় আলোচনার জন্য বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচন শুরু করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here