- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৩, ২৩:৫৭
সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সমতা থাকায় শেষ ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। তবে আজ শেষ ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড। সেঞ্চুরি হাঁকিয়েও এই দিন পাকিস্তানকে জেতাতে পারেননি ফখর জামান। যদিও শেষাংশে এসে খেলা জমে উঠেছিল, তবে গ্লেন ফিলিপসের দারুণ ফিনিশিংয়ে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে কিউইরা।
করাচিতে টসে জিতে এই দিন ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের, মাত্র ২১ রানেই সাজঘরে ফেরেন শান মাসুদ ও বাবর আজম। শান মাসুদ ০ ও বাবর আউট হন ৪ রান করে। তবে তৃতীয় উইকেটের দেখা পেতে সফরকারীদের অপেক্ষা করতে হয়েছে ৩৩.২ ওভার পর্যন্ত। ৭৪ বলে ৭৭ রান করা মোহাম্মদ রিজওয়ানকে ফেরান ইশ সোধি।
আউট হবার আগে ফখর জামানকে সাথে নিয়ে ১৫৪ রানের বিশাল এক জুটি গড়েন রিজওয়ান। রিজওয়ান না পারলেও শতক ছুঁয়েছেন ফখর জামান। তবে শতকের পর ইনিংসটা আর বড় করতে পারেননি, রান আউট হয়ে ফিরেছেন ১০১ রান করে। এরপর আগা সালমান ও হারিস সোহাইল মিলে যোগ করেন আরো ৬৭ রান। হারিস ২২ ও সালমানের ব্যাটে আসে ৪৫ রান।
এই দু’জন ফেরার পর আর উল্লেখযোগ্য রান করতে পারেনি কেউ। কেউ স্পর্শ করতে পারেনি দুই অংকের ঘর। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮০ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৩টি উইকেট নিয়েছেন টিম সাউদি, দুটো নিয়েছেন লুকি ফার্গুনসন।
২৮১ রানের লক্ষ্য তাড়ায় আগ্রাসী শুরু করে নিউজিল্যান্ড। ফিন এলেন ২৫ রান করে রান আউটের ফাঁদে পড়লেও কমেনি আক্রমণের ধার। ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের জুটিতে আসে ৭৪ বলে ৬৫ রান। দলীয় ১০৮ রানে ৫২ রান করে ফিরেন কনওয়ে। কনওয়ে ফিরলে এবার ডেরিয়েল মিচেলকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন উইলয়ামসন, ৩১ রান করে আউট হন মিচেল।
মিচেক আউট হবার খানিকটা পরই রান আউট হয়ে ফিরেন উইলিয়ামসন। ৬৮ বলে ৫৩ রান করেন তিনি। উইলিয়ামসন আউট হবার পর উত্তেজনা ফিরে পায় পাকিস্তান, দ্রুত ফিরিয়ে দেয় টম লাথাম ও ব্রেসওয়েলকে। তবে কাঁটা হয়ে দাঁড়ায় ফিলিপস ও সান্টনার জুটি। মাত্র ৪৫ বলে ৬৪ রান আসে এই জুটিতে। সান্টনার ১৫ রান করে ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪২ বলে ৬৩ রানে।