পরিসংখ্যান পক্ষে থাকলেও পারল না আর্জেন্টিনা, বিশ্বজয়ী মরক্কো

24 Live Newspaper

লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে মরক্কো। ফাইনালে আলবিসেলেস্তেদের ২-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ শিরোপা জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি।

ছবি – সংগৃহীত

সোমবার ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচেএকচ্ছত্র আধিপত্য বিস্তার করেও গোল পেতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। ম্যাচের ৭৬ শতাংশ বল দখলে রাখা এবং প্রতিপক্ষের গোলপোস্টে ২০টি শট নেওয়ার পরও মরক্কোর রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে, মরক্কোর খেলোয়াড়রা যখনই সুযোগ পেয়েছে, তখনই আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করেছে।

টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠায় আর্জেন্টিনাকেই শিরোপার প্রধান দাবিদার ভাবা হচ্ছিল। ২০০৭ সালের পর প্রথমবার ফাইনালে উঠে ১৮ বছরের শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসিদের উত্তরসূরিদের।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন। তিনি জানান, ‘জয়টা তাদের প্রাপ্য। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী। আমাদের কিছু খেলোয়াড় তাদের সেরাটা দিতে পারেনি, যা ম্যাচটিকে আমাদের জন্য কঠিন করে তোলে। আজকের পরিস্থিতি বিশ্বকাপের আগের ম্যাচগুলোর চেয়ে ভিন্ন ছিল এবং আমরা ঘুরে দাঁড়াতে পারিনি।’

তবে দলের এমন পরাজয়ে তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি যুবাদের মাথা উঁচু রাখার আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। মেসি লেখেন, ‘মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে। তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করছি এবং যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছ, আমরা গর্বিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here