ঢাকা
জনগণের এই কষ্টের সময়ে সরকার পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে বন্যার্ত মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে মানুষের কষ্টের দিকে তাকানোর সময় নেই।
আজ শনিবার দুপুরে রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর শাখার ১৭, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এখন তারা (সরকার) নতুন একটা গান শুরু করেছে। সেই গানটা কী? বাংলাদেশে এই যে পদ্মা ব্রিজের উদ্বোধন হবে, সেখানে নাকি একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জাতির সামনে বলেন সেই দুর্ঘটনাটি, কারা করছে—পরিষ্কার করে বলেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা দেখছি যে বরাবরই আপনারা এই সমস্ত কথা বলেন। নিজেরা দুর্ঘটনা ঘটান, তারপর এটা বিএনপির ওপরে চাপিয়ে দেন। এটা হচ্ছে আপনাদের চরিত্র, এটা আপনাদের নীতি।’
মির্জা ফখরুল ইসলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে বলেন, ‘কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের ব্যর্থতার কারণেই হয়েছে। যে ডিপোতে আগুন লেগেছে, সেই ডিপোর মালিক আওয়ামী লীগের নেতা। সেখানে তাঁকে গ্রেপ্তার না করে, তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যাঁরা আহত হয়েছেন, তাঁদের আসামি করে মামলা দেওয়া হয়েছে। এর অর্থটা হচ্ছে, তারা ওই সব কাজ করবে, অর্থ আয় করবে আর বিএনপির লোকজন যারা কাজ করে, তাদের বিরুদ্ধে মামলা দেবেন। এসব করে কোনো লাভ হবে না। জনগণ আপনাদের প্রকৃত পরিচয় জেনে গেছে।’
৩৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এস এম কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্যসচিব আমিনুল হক বক্তব্য দেন।