- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২২, ২০:৩৬
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার স্থানান্তরের কাজের জন্য ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত পাঁচ দিন পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাংকটির আবেদনে সম্মতি দেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, ‘নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সম্পাদনের উদ্দেশে ২১ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২.০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১১.৫৫ ঘটিকা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।’
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।