- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ অক্টোবর ২০২৩, ২২:১৪, আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ২২:২২
টানা দ্বিতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড, এগিয়ে গেল সেমিফাইনাল নিশ্চিত করার দৌঁড়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে কিউইরা, নেদারল্যান্ডসদের হারিয়েছে ৯৯ রানে। একাই ডাচদের ধসিয়ে দেন সান্টনার। শিকার করেন ৫ উইকেট, ভারত বিশ্বকাপে যা প্রথম।
২০২৩ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) নেদারল্যান্ডসের মুখোমুখি হয় কিউইরা। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২২৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।
অবশ্য ব্যাট করতে নেমে বেশ দেখেশুনে শুরু করে নিউজিল্যান্ড। কিছুটা সমীহ করে ডাচ বোলারদের। প্রথম তিন ওভারেই মেইডেন দেয় তারা, করেনি কোনো রান। তবে এরপর শুরু হয় পাল্টা আক্রমণ। ব্যাট হাতে দ্রুত রান তুলেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে।
দু’জনের জুটি থেকে আসে ১২.১ ওভারে ৬৭ রান। কনওয়ে ৪০ বলে ৩২ করে ভেন ডার মিরির শিকার হন। সেখান থেকে আরো ৭৭ রান যোগ করেন ইয়ং ও রাচিন রবিন্দ্র। ২৬.১ ওভারে এসে দ্বিতীয় উইকেটের দেখা পায় নেদারল্যান্ডস। ফিরিয়ে দেয় ভয়ংকর হয়ে উঠা উইল ইয়ংকে।
তবে বড় সংগ্রহের ভিত ততক্ষণে করে ফেলেছে কিউইরা। আউট হওয়ার আগে যা করার করে গেছেন ইয়ং, খেলেছেন ৮০ বলে ৭০ রানের ইনিংস। রাচিন রবিন্দ্রও তুলে নেন ফিফটি। তবে ইনিংস থামে তার এরপর পরই। ৫১ বলে ৫১ করে আউট হন।
বেশ ভালো শুরু করেও ডেরিয়েল মিচেল পাননি ফিফটির দেখা, আউট হন ৪৭ বলে ৪৮ করে। দলীয় সংগ্রহ তখন ৪০.১ ওভারে ২৩৮/৪। তবে এরপর ১৬ রান তুলতেই আরো ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপ ও মার্ক চাপম্যান ফেরেন দ্রুত।
তবে বাকি পথটা সামলে নেন টম লাথাম ও মিচেল সান্টনার। লাথাম ৪৯তম ওভারে এসে ৪৬ বলে ৫৩ করে আউট হলেও সান্টনার অপরাজিত ছিলেন ১৭ বলে ৩৬ রানে। তার ঝড়ো ইনিংসেই তিনশো পেরোয় কিউইদের সংগ্রহ। দুটো করে উইকেট নেন আয়ান দত্ত, পল মিকিরেন ও ভেন মিরি।
ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নেদারল্যান্ডসের। ১৭ ওভারে রান ৭০ ছোঁয়ার আগেই হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে পথ দেখান কলিন অ্যাকারম্যান। প্রথমে তেজা নিদামানুরাকে নিয়ে গড়েন ঠিক ৫০ রানের জুটি। এরপর স্কট এডওয়ার্ডের সাথে যোগ করেন আরো ৪০ রান।
অ্যাকারম্যান তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। তবে ৭৩ বলে ৬৯ করতেই সান্টনারের শিকার হন তিনি। সান্টনার উইকেট পান আরো চারটি, দূর্দান্ত খেলতে থাকা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডকেও নিজের শিকার বানান। ২৭ বলে ৩০ করেন এই ব্যাটার।
শেষ দিকে সিব্রান্ডের করা ২৯ রান শুধু হারের ব্যবধান কমায়। ভারত বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে শিকার সান্টনার শিকার করেন ৫ উইকেট। তিনটি উইকেট নেন ম্যাট হ্যানরি।