- by খেলাধুলা প্রতিবেদক
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন ছোট ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচের আগে আজ অনুশীলনে চোট পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দুুপুরে বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলামকে নিয়ে নেটে ব্যাটিং করছিলেন মুশফিক। হঠাৎ শরিফুলের একটি ডেলিভারি এসে লাগে সাবেক অধিনায়কের ডান হাতে। এরপর অনুশীলন বাদ দিয়ে ড্রেসিংরুমে চলে যান বগুড়ার এই ক্রিকেটার।
মুশফিকের চোট কতটা গুরুত্বপূর্ণ, আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কি না- এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। বাবর আজমের দল পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না এই অভিজ্ঞ ক্রিকেটার।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তামিম ইকবাল খান এন্ড কোং।