আজ বিসিবিতে যোগ দিচ্ছেন মুশতাক আহমেদ

আজ বিসিবিতে যোগ দিচ্ছেন মুশতাক আহমেদ

জাতীয় দলের বিদেশি কোচরা গতকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। গত রাতে ঢাকায় পৌঁছানোর কথা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্বাচকদের সঙ্গে প্রধান কোচের বৈঠক আছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি২০ সিরিজের দল চূড়ান্ত করতেই এ সভা। 

জানা গেছে, চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম তিন টি২০র জন্য দল দেওয়া হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাকি দুই ম্যাচের দল ঘোষণা করা হতে পারে পরে। দল ঘোষণা করলেও স্কিল ক্যাম্প কবে থেকে সে সিদ্ধান্ত নেবেন কোচ।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ চলায় ২৯ এপ্রিল থেকে ক্যাম্প করা হতে পারে। কারণ আবাহনী চায় সুপার লিগের তিন রাউন্ড শেষে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়তে। সে ক্ষেত্রে লেগস্পিন কোচ মুশতাক আহমেদ আজ নতুন চাকরিতে যোগ দিলেও স্পিনারদের পাঠ দিতে পারবেন না।

বিশ্বকাপজয়ী পাকিস্তানি এ লেগিকে নিয়োগ দেওয়া হয়েছে টি২০ বিশ্বকাপ পর্যন্ত। ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। জাতীয় দলে লেগস্পিনার কোচ নিয়োগ দেওয়ায় বেশি লাভ হবে রিশাদ হোসেনের।

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here