নির্বাচন বাতিলের দাবিতে জামায়াতের মিছিল

নির্বাচন বাতিলের দাবিতে জামায়াতের মিছিলছবি: সংগৃহীত

নির্বাচন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিভিন্ন মহানগরে একই দাবি মিছিল-সমাবেশ করেছে দলটি। মিরপুর-১ নম্বর এলাকায় ঢাকায় মহানগর উত্তরের মিছিল থেকে পাঁচজনকে আটকের অভিযোগ করেছে জামায়াত।

গত অক্টোবর থেকে বিএনপির অনুসরণে হরতাল-অবরোধ, গণসংযোগের মতো কর্মসূচি দিয়েছে জামায়াত। তিন মাস পর গতকাল প্রথমবারের মতো নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে নামে। ৭ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি সঙ্গে সৃষ্ট স্পষ্ট হয়েছে। আগামী মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করবে বিএনপি। রোববার রাত পর্যন্ত ওইদিন কর্মসূচি দেয়নি জামায়াত। বিএনপির অনুসরণে আপাতত কর্মসূচি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে দলটির সূত্র।

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাক দেওয়ার পর তিন মাসে জামায়াতের সাড়ে তিন হাজার নেতাকর্মী আটক হয়েছেন। গ্রেপ্তার এড়াতে রোববার সকাল আটটার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় জমায়েত হয়ে মিছিল করেন দলের কয়েক হাজার নেতাকর্মীরা। মিছিলটি কয়েক মিনিটে টেকনিক্যাল মোড়ে এসে শেষ হয়। দ্রুত ওই এলাকা ছাড়েন মিছিলকারীরা।

মিছিলের পর ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করীম বলেন, ‘৪ শতাংশ ভোটের ডামি সরকারকে জনগণ প্রত্যাখান করেছে। জনগণের বুকে গুলি চালিয়ে শেষ রক্ষা হবে না। দুর্বার আন্দোলনে জনগণ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করেই ছাড়বে।’

সমকাল