নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর : সিইসি

logo

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠান
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠান |সংগৃহীত

ভোটের জন্য প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি জানিয়েছেন, নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে ইসি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। কোনো দলের জন্য লেজুরবৃত্তি না করার।

এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।