নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলকে স্বাগত জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে তৃণমূল বিএনপি। একইসঙ্গে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশানের একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এসব কথা জানান।

শমসের মবিন চৌধুরী বলেন, তৃণমূল বিএনপির প্রত্যাশা, নির্বাচন শান্তিপূর্ণ হবে। স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একইসঙ্গে এই নির্বাচনের জন্য সব প্রার্থী, ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। সব পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যেন তাদের ওপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে পালন করে।

তিনি আরও বলেন, মনোনয়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।

সমকাল