নিজের চোটের জন্যে ভুল একসারসাইজকে দায়ী করছেন তামিম

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২১ জুলাই ২০২৩, ১০:২৪
নিজের চোটের জন্যে ভুল একসারসাইজকে দায়ী করছেন তামিম – ছবি : নয়া দিগন্ত

অবসর কাণ্ডের পর আগস্টের শেষ দিকে এশিয়া কাপ দিয়ে দলে প্রত্যাবর্তনের কথা ছিল তামিম ইকবালের। তবে হঠাৎ যেন তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ফের বোর্ডের সাথে আলোচনায় বসতে চেয়ে এক গণমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেই সাক্ষাৎকারে তামিম কথা বলেছেন নিজের চোট নিয়েও।

চোট নিয়ে কথা বলতে গিয়ে বেশ গুরুতর কিছুর ইঙ্গিত দিয়েছেন তামিম। তিনি প্রশ্নবিদ্ধ করছেন একটি একসারসাইজ সেশনকে। বলছেন ভুল একসারসাইজ করানো হয়েছে তাকে। এই প্রসঙ্গে তামিম বলেন,

‘আমার পিঠের এই সমস্যা প্রথম শুরু হয় ভারতের বিপক্ষে সিরিজের আগে। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর যখন ড্রেসিং রুমে ফিরে যাই, তখন প্রথম সমস্যাটা অনুভব করি এবং তা জানিয়ে দেই। আমার সমস্যাটাই ছিল যে পিঠের নিচের অংশ থেকে ব্যথাটা অন্য দিকে ছড়িয়ে পড়ছিল। কখনও কুঁচকিতে আসছিল, কখনও পায়ের আঙুলে যাচ্ছিল। ভারতের বিপক্ষে সিরিজটি এজন্যই মিস করি।’

এরপর ভারত সিরিজ শেষে অবশ্য বিপিএল খেলেছিলেন তামিম। কিভাবে বিপিএল খেললেন ব্যথা নিয়ে তাও বর্ণনা করেন তিনি। তামিম বলেন,

‘ইনজেকশন নিয়ে বিপিএল খেললাম। বিপিএলে ১০ নম্বর ম্যাচের পর আমার কাছে মনে হচ্ছিল, ব্যথাটা একটু একটু ফেরত আসছে। তখন ঝুঁকি নিতে চাইনি বলে আর শেষ তিন ম্যাচ খেলিনি। কারণ সামনেই ইংল্যান্ড সিরিজ ও টানা খেলা। বিশ্রাম নেয়ার পর ইংল্যান্ড সিরিজ, আয়ারল্যান্ডের সাথে পরপর দু’টি সিরিজ খেলেছি। তখন সমস্যা হয়নি।’

কিন্তু যখন মনে হচ্ছিল, সবকিছু ঠিকঠাক, তখন ফের ফিরে এলো চোট। এই নিয়ে একটা সন্দেহ দানা বেঁধেছে তামিমের মনে। তামিম আশঙ্কা করছেন, ভুল একসারসাইজ কাল হয়েছে তার জন্য। এই প্রসঙ্গে তিনি বলেন,

‘এরপর সেই ব্যথাটা আবার কিভাবে এলো? জিম সেশনে একটি একসারসাইজ করতে গিয়ে তা আবার ফিরে এসেছে। তাহলে কি প্রশ্ন তোলা উচিত নয়, ওই একসারসাইজ আমার জন্য সঠিক ছিল নাকি ভুল? যে একসারসাইজ আমার করার কথা নয়, সেটি কেন করছিলাম? যে এক্সারসাইজ করলে এই ইনজুরিতে সমস্যা হওয়ার কথা নয়, সেটি কেন করানো হয়নি? এই কারণও বের করা উচিত।’