দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা, ফিরেছেন বিজয়

logo

নয়া দিগন্ত অনলাইন
এনামুল হক বিজয়
এনামুল হক বিজয়|ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দু’ ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিলেটে প্রথম ম্যাচে হেরে গেছে টাইগাররা। তবে সেই দুঃখ নিয়ে বসে থাকার সুযোগ নেই, দিন কয়েক পরেই ফের মাঠে নামতে হবে টাইগারদের।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’ দল। সেই ম্যাচকে সামনে রেখে বুধবার (২৩ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের হার বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ দলকে। ফলে দ্বিতীয় ম্যাচের দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন জাকির হাসান, বদলে দলে ফিরেছেন এনামুল হক বিজয়।

তিন বছর পর সাদা পোশাকে প্রত্যাবর্তন ঘটছে বিজয়ের। ২০২২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তিনি। তবে সেবার দু’ ইনিংসে করেছিলেন মোটে ২৭ রান। তার আগে বিজয় শেষ খেলেছিলেন ২০১৪ সালে!

সব মিলিয়ে অভিষেকের পর বিজয় এখন পর্যন্ত টেস্ট খেলেছেন মোট পাঁচটি। যেখানে নেই কোনো ফিফটি, সর্বোচ্চ করেছেন ২৩ রান। এবার একাদশে সুযোগ পেলে নিশ্চয়ই সেই ইতিহাস বদলাতে চাইবেন বিজয়।

ডিপিএল দিয়ে বিজয় সেরে রেখেছেন প্রস্তুতিটা। ১৪ ইনিংসে ৪ সেঞ্চুরিতে সর্বোচ্চ রান তার। প্রায় ৮০ গড়ে রান ৮৭৪। এদিকে বিজয় ছাড়াও এসেছে আরেকটা পরিবর্তন, নাহিদ রানার পরিবর্তে দলে ডাক পেয়েছেন তানভীর ইসলাম।

নাহিদ রানার না থাকাটা আবশ্যকীয়ই ছিল। পিএসএল খেলতে প্রথম ম্যাচ খেলেই উড়াল দেয়ার কথা ছিল তার আগে থেকেই। তার বদলে দলে এসেছেন স্পিনার তানভীর ইসলাম। টেস্টে এখনো অভিষেক হয়নি তার।

উল্লেখ্য, প্রথম ম্যাচে হারায় বড় বিপদে বাংলাদেশ। সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নাই। ড্র করলেও সিরিজ জিতে যাবে জিম্বাবুয়ে। কঠিন চ্যালেঞ্জের মুখে শান্ত বাহিনী।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here