দেশে আংশিক দুর্ভিক্ষ চলছে: জি এম কাদের

দেশে আংশিক দুর্ভিক্ষ চলছে: জি এম কাদের

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন পৃথক আয়োজনে উদযাপন করেছে জি এম কাদের এবং রওশন এরশাদের নেতৃত্বাধীন দুটি অংশ।

গতকাল বুধবার সকালে রাজধানীর কাকরাইলে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জি এম কাদের নেতৃত্বাধীন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। রওশনের নেতৃত্বাধীন জাপা রংপুরে এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানায়। বিকেলে বনানী কার্যালয়ে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করে জাপা (কাদের)। রওশনের গুলশানের বাসভবনে একই রকম আয়োজন ছিল।

বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা জি এম কাদের বলেন, সরকারি হিসাবেই প্রায় ২৬ ভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। তারা বছরে কমপক্ষে ৫০ হাজার টাকা ঋণ করছে খাবার কিনতে। ঋণ না করলে খাবার পাচ্ছে না। দেশে এখন আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সব কাজ জনগণের স্বার্থে করেছিলেন। জনগণও পল্লিবন্ধুকে নন্দিত করেছে।

মুজিবুল হক চুন্নু বলেন, যারা বলছেন জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে– তারা ভুল করছেন। গুটিকয়েক লোক চলে গেলে জাতীয় পার্টির ক্ষতি হবে না, নতুন প্রজন্ম যোগ দেবে।

গুলশানে আলোচনা সভায় রওশন বলেছেন, ‘এরশাদ তাঁর কর্মে চির অমর হয়ে আছেন। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় পার্টি গঠন করেছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নেতৃত্বের অদূরদর্শিতা, ভুল পদক্ষেপে দলের ভরাডুবি হয়েছে। আমার মধ্যে কারও প্রতি হিংসা-বিদ্বেষ নেই। পার্টির যারা দশম কাউন্সিলের বাইরে ছিলেন তারাও ফিরে আসুন।’ সংগঠনের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ জ্যেষ্ঠ নেতারা এ সময়ে উপস্থিত ছিলেন।

সমকাল