বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশী যে যড়যন্ত্রই থাকুক, নির্বাচন হবে। তাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি বাছাই করবে।’
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচন কমিটিতে আগামী নির্বাচনে দলীয় মনোয়ন পেতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার সভা শেষে এক ব্রিফিংয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতে না পারায় বিএনপি-জামায়াতের আন্দোলনের বেলুন চুপসে গেছে। ২০১৪ সালের মত ভয়াবহ আগুনসন্ত্রাসের পথে এগুচ্ছে তারা।’
বিএনপি-জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মেনন বলেন, ‘জনগণের প্রতি আস্থা থাকলে নির্বাচনে আসুন। নির্বাচনের মাঠেই জনপ্রিয়তা যাচাই হবে।’
রাশেদ খান মেননের সভাপতিত্বে সাক্ষাৎকার সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরূল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।