বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা গত সেপ্টেম্বরে দেশে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন, যা কিনা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। গত আগস্টে ২০৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। তার মানে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কমে যায় ২৪ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরে তুলনায় হিসাব করে গত মাসে প্রবাসী আয় কমেছে ১০ দশমিক ৪৭ শতাংশ।
গত মাসে প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধির পর চলতি মাসের প্রথম দুই সপ্তাহে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, সেটিকে সন্তোষজনক বলছেন বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা। তাঁরা বলছেন, চলতি মাস শেষে প্রবাসী আয় ১৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে।
ব্যাংক মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে চলতি অর্থবছরে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করে সরকার। এরপরও সেপ্টেম্বরে প্রবাসীর আয়ে পতন হয়। তার কারণ হিসেবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলোই ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়। এরপর প্রবাসী আয় আসা কমে গেছে।