- by খেলাধুলা প্রতিবেদক
দীপক চাহার। ভারতের পেস বোলিং অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল মেগা নিলামে তাকে নিয়ে যে একটা টানাটানি হবে সেটা অনুমিতই ছিল। হয়েছেও তাই। শেষ পর্যন্ত ১৪ কোটি রুপিতে দীপককে দলে টানে চেন্নাই সুপার কিংস। কিন্তু বিপুল পরিমাণ অংকে এই অলরাউন্ডারকে দলে টানার সুফলটা পাচ্ছে না চারবারের চ্যাম্পিয়নরা।
চাহারকে নেওয়ার এক সপ্তাহ পরই চেন্নাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েন ভারতীয় তারকা। জানা যায়, অস্ত্রোপচার করাবেন তিনি। চাহার খেলবেন না টুর্নামেন্টের একটি ম্যাচও। পরে সিদ্ধান্ত পাল্টান এই অলরাউন্ডার। জানান, আইপিএলের শেষ দিকে কিছু ম্যাচ খেলবেন তিনি। সে লক্ষ্যে ছুটে যান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
চেন্নাইর চতুর্থ শিরোপা জয়ে চাহারের ছিল কার্যকর ভূমিকা। গত বছর ১৫ ম্যাচে ১৪ উইকেট নেন এই অলরাউন্ডার। পরে তাকে ছেড়ে দেয় চেন্নাই। পরে নিলাম থেকে ১৪ কোটি রুপির বিনিমেয়ে চাহারকে ফিরিয়ে আনে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ভারতীয় তারকার প্রত্যাবর্তনটা সুখের হয়নি। চোট নিয়ে মাঠের বাইরেই কাটিয়ে দিতে হচ্ছে তাকে।