শখ নয়, প্রয়োজনেই দানি আলভেজকে ক্লাবে ফিরিয়েছিল বার্সেলোনা। সেই ২০১৬ সালে আলভেজ বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই তো রাইটব্যাক জায়গাটা নিয়ে সমস্যায় ভুগেছে বার্সেলোনা। এত বছরে কত কোটি ইউরো খরচ করেছে, কত খেলোয়াড়কে ‘দ্বিতীয় আলভেজ’ বানানোর স্বপ্ন নিয়ে ক্লাবে এনেছে। কিন্তু শেষ পর্যন্ত গত জানুয়ারিতে সেই আলভেজকে ফিরিয়ে এনেই আলভেজের অভাব পূরণ করার চেষ্টায় নেমেছে বার্সা।
সমস্যাটা হলো, বয়স তো আর আলভেজকে ছাড় দেয়নি। এবার আলভেজ বার্সায় গেলেন ৩৮ বছর বয়সে। তবে এই বয়সের কারণেই বুঝি বার্সেলোনার জার্সিতেও একটা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বার্সা। নিয়মের জটিলতায় ব্রাজিলিয়ান রাইটব্যাককে নিজেদের ইউরোপা লিগের দলে রাখতে পারেনি বার্সেলোনা!
জানুয়ারির শীতকালীন দলবদলে এবার বেশ ব্যস্ত সময়ই কেটেছে বার্সার। দানি আলভেজ তো আগেই ব্রাজিলে তাঁর সর্বশেষ ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন, গত নভেম্বর থেকেই তিনি বার্সেলোনায়। তবে জানুয়ারির আগে তাঁকে নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি। কিন্তু পালাবদলের মধ্য দিয়ে যেতে থাকা বার্সার তো আরও বেশ কয়েকজন খেলোয়াড় দরকার ছিল!
সে কারণে এরপর সাড়ে ৫ কোটি ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে ফেরান তোরেসকে এনেছে বার্সা, দুই দিন আগে উলভারহ্যাম্পটন থেকে ধারে ফিরিয়ে এনেছে বার্সার একাডেমিতেই বেড়ে ওঠা আদামা ত্রায়োরেকে। আর আজ বার্সা ঘোষণা দিয়েছে, আর্সেনালের সঙ্গে চুক্তি বাতিল হওয়া পিয়ের-এমেরিক অবামেয়াংকে তারা দলে টেনেছে।
কিন্তু এত দলবদলে একটা ঝামেলাও হয়েছে। ইউরোপা লিগের নিয়ম অনুযায়ী, জানুয়ারিতে যতজন খেলোয়াড়ই দলে টানুক একটা ক্লাব, ইউরোপিয়ান টুর্নামেন্টে নতুন করে তিনজনের বেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না।
মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগেই তো একবার দলের খেলোয়াড় তালিকা জমা দিয়েছিল বার্সা, চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে এবার ইউরোপা লিগে খেলতে হলেও উয়েফাতে খেলোয়াড় তালিকা তো একই আছে! সেটিতে শুধু তিনজনই বাড়তি যোগ করা যেত।
সেই তিনজন হিসেবে বার্সা যোগ করেছে ফেরান তোরেস, আদামা ত্রায়োরে ও পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের নাম। আলভেজের নাম আর নিবন্ধন করাতে পারেনি।
এর পাশাপাশি তোরেস-অবামেয়াংদের মতো ‘পরের ছেলে’দের ঘরে টানায় ‘ঘরের ছেলে’ অর্থাৎ ফেরান জুগলা ও আবদে এজ্জালজুলির মতো একাডেমি থেকে উঠে আসা তরুণদেরও ইউরোপা লিগে সুযোগ দিতে পারছে না বার্সা।
কিন্তু আলভেজকেই কেন বাদ দিল বার্সা? হয়তো বয়সের কারণে।
৩৮ বছর বয়সী আলভেজ বার্সার হয়ে লিগে খেলছেন নিয়মিত। ইউরোপা লিগের ম্যাচগুলো সাধারণত হয় বৃহস্পতিবার রাতে, এরপর শনিবার বা রোববারে লিগের ম্যাচ খেলতে হয় ক্লাবগুলোকে। আলভেজের পক্ষে এ বয়সে তিন দিনের মধ্যে দুই ম্যাচ খেলা হয়তো কষ্টসাধ্য হয়ে যাবে।
তা ছাড়া বার্সার এই মৌসুমে এখন সবচেয়ে বড় চাওয়া লিগ ঘিরেই, লিগের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা।
ইউরোপা লিগে সে ক্ষেত্রে রাইটব্যাক হিসেবে সের্হিনিও দেস্ত হয়তো সুযোগ পাবেন। এর বাইরে মিডফিল্ডার থেকে রাইটব্যাক বনে যাওয়া সের্হি রবার্তো তো আছেনই! নতুন করে ক্লাবে ফেরা আদামা ত্রায়োরেও খেলতে পারেন রাইট উইংব্যাক হিসেবে।