ত্রিদেশীয় সিরিজে শেষবার মাঠে নামছে বাংলাদেশ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ অক্টোবর ২০২২, ২২:০৮
ত্রিদেশীয় সিরিজে শেষবার মাঠে নামছে বাংলাদেশ – ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে শেষবারের মতো আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

ত্রিদেশীয় সিরিজে এখনো কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তিনটে ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে সবগুলোতেই। সিরিজে প্রথম জয়ের খোঁজে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে সাকিব বাহিনী। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

একাদশেও আছে একাধিক পরিবর্তনের আভাস। বিশ্বকাপের আগে শেষ বারের মতো আগামীকাল পরীক্ষা-নিরীক্ষা চালাবে টিম ম্যানেজমেন্ট। সেরা কম্বিনেশন খুঁজে পেতে কালই শেষ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নির্ধারিত হতে পারে কোনো কোনো ক্রিকেটারের ভাগ্যও। বিশ্বকাপ দল থেকেও ছিটকে যেতে পারেন কেউ কেউ। আবার ভাগ্যও খুলে যেতে পারে কারো।

এদিকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ১০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে প্রতিটি ম্যাচে। আর পাকিস্তানের বিপক্ষেও পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে হেরেছে ১৫ টিতেই, জয় মাত্র ২টি ম্যাচে।