তৃতীয় দিনে মিরাজ-তাইজুলের দিকে তাকিয়ে বাংলাদেশ

logo

নয়া দিগন্ত অনলাইন
শেষ বিকেলে কিছু উইকেট না হারালে আরো ভালো অবস্থানে থাকত বাংলাদেশ
শেষ বিকেলে কিছু উইকেট না হারালে আরো ভালো অবস্থানে থাকত বাংলাদেশ|ইন্টারনেট

চালকের আসনে থেকেই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের পুঁজি পেরিয়ে ইতোমধ্যে লিড নিতে শুর‍ু করেছে টাইগাররা। এখন দেখার বিষয়, সেই লিড কত বড় করা যায়।

আজ বুধবার বাংলাদেশ দল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করবে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে। যেখানে লিড ৬৪ রানের। হাতে আছে এখনো ৩ উইকেট। মাঠে আছেন মেহেদী মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫)।

শেষ বিকেলে দায়িত্বহীনভাবে কিছু উইকেট না হারালে আরো ভালো অবস্থানে থাকত বাংলাদেশ। এক সময়ে ৩ উইকেটে ২৫৯ রানের দৃঢ় ভিত পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর মাত্র ২০ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট।

তবে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়ে গেছেন মূলত সাদমান ইসলাম। সাদা পোশাকে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দিনে খেলেন ১২০ রানের ইনিংস, যা টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংস।

দিন শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনেও আসেন সাদমান। এই সময় তিনি জানান তৃতীয় দিনে তার লক্ষ্যের কথা। লিড বাড়িয়ে নিতে তিনি তাকিয়ে মিরাজ ও তাইজুলের দিকে।

বলেন, ‘আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট একটু বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, তাহলে হয়তো আমরা এক শ’র বেশি লিডে থাকতাম। কাল দেখা যাক কী হয়।’

‘আমাদের মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি দেয়, লিড যদি এক শ’র বেশি হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর আমাদের বোলাররা যদি ভালো বোলিং করে, খুব ভালো কামব্যাক করব।’

উল্লেখ্য, চট্টগ্রামে চলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। যেখানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেট নেন তাইজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here